NewsOne24

ডাক বিভাগে ‘আসিকুডা সফটওয়্যার’ যুক্ত হচ্ছে

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১০:০৮ এএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের ডাক বিভাগে অত্যাধুনিক সুবিধা দিতে যুক্ত হচ্ছে অটোমেটেড কাস্টম ডেটা সিস্টেম আসিকুডা সফটওয়্যার। 

ডাক অধিদফতরের চলমান ডিজিটাল কমার্স কার্যক্রম এই সফটওয়্যারের মাধ্যমে নতুন মাত্রা পাবে। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড আসিকুডা সফটওয়্যার ব্যবহার করছে। আর এখন ডাক বিভাগ আসিকুডায় যুক্ত হবার ফলে আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যে শুল্ক কর মূল্যায়নে তাৎক্ষণিক ব্যবস্থা কার্যকর করা যাবে। 

বুধবার (২৪ জুলাই) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে এশিয়া এসিকুডা প্রোগ্রামের রিজিওন্যাল কো-অর্ডিনেটর মারিয়ানি ডুমন্টের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল তার দফতরে দেখা করে। এসময় ডাক বিভাগের আসিকুডার সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা  হয়।

ইউনাইটেড ন্যাশন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্টের টেকনোলজি ও লজিস্টিকস বিভাগের পরিচালক শামিকা এন. সিরিমানে এবং বেসিস এর সাবেক পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল এই প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত ছিলেন।

পরে ডাক ও  টেলিযোগাযোগ মন্ত্রীর নিকট ডিজিটাল কমার্সের ওপর করণীয় সম্পর্কিত বাংলাদেশ বিষয়ক একটি প্রতিবেদন হস্তান্তর করা হয়।

নিউজওয়ান২৪.কম/এমজেড