NewsOne24

‘নিজর দেশে ফিরে ‌যাও’ বলে গুলি

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৬ মার্চ ২০১৭ সোমবার | আপডেট: ০১:২০ পিএম, ৭ মার্চ ২০১৭ মঙ্গলবার

আবারো আক্রান্ত হয়েছে এক ভারতীয়। এবার ঘটনাস্থল ওয়াশিংটনের কেন্ট। ৩৯ বছরের এক শিখ ব্যক্তিকে প্রকাশ্য রাস্তায় গুলি করে পালিয়ে যায় এক আততায়ী। তার মুখেও শোনা গেল একই বাণী। গুলির করার সময় সেও নাকি ওই শিখ ব্যক্তিকে বলেছিল, ‘নিজের দেশে ফিরে ‌যাও।’

ঘটনার সময় লোকটি নিজের বাড়ির সামনেই কাজ করছিলেন ওই ব্যক্তি। আততায়ী তাকে থামিয়ে গুলি করে চম্পট দেয়। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তিনি স্থিতিশীল।

আহত ব্যক্তির বর্ণনা অনু‌যায়ী, আততায়ী ৬ ফুটের উপর লম্বা। কিন্তু মুখে কালো কাপড় বাঁধা থাকায় তাকে ভালো করে দেখতে পারেননি তিনি। পুলিশ অভি‌যু্ক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

এই নিয়ে গত কয়েকদিন চার বার এই ধরনের ঘটনা ঘটল। মার্কিন মুল্লুকে ভারতীয়দের নিরাপত্তা ‌যে বড় প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে, তা নিয়ে চিন্তিত সে দেশের প্রশাসনও। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

নিউজওয়ান২৪.কম