ইকোসক’র সদস্য হলো বাংলাদেশ
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
ইকোসকে আগামী ২০২০ সালের জানুয়ারি মাস থেকে তিনবছর মেয়াদে (২০২০-২০২২) বাংলাদেশ দায়িত্ব পালন করবে।
শুক্রবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ বিপুল ভোটে বিজয়ী হয়। বাংলাদেশসহ ১৯টি দেশ ২০২০-২০২২ সাল মেয়াদে ইকোসকের সদস্য নির্বাচিত হয়।
নির্বাচিত অন্য দেশগুলো হলো- বেনিন, বতসোয়ানা, কঙ্গো, গ্যাবন, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, লাটভিয়া, মন্টেনেগ্রো, রাশিয়া, কলম্বিয়া, নিকারাগুয়া, পানামা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও স্পেন।
উল্লেখ্য, জাসিংঘের সিকিউরিটি কাউন্সিলের পরেই ইকোসক-কে অন্যতম গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে বিবেচনা করা হয়।
নিউজওয়ান২৪.কম/এমজেড