NewsOne24

সাংবাদিককে মারধর: কাউন্সিলরসহ কারাগারে ৮

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:৪০ এএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জামালপুরে অনিয়মের খবর সংগ্রহে যাওয়া জ্যৈষ্ঠ সাংবাদিক মোস্তফা মনজুকে মারধরের মামলায় পৌর কাউন্সিলর ও স্ট্যাম্পভ্যান্ডার হাসানুজ্জামান খান রুনুসহ আট আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে হাকিম সোলায়মান কবির তাদের  জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৮ মে জামালপুর সদর সাব রেজিস্ট্রি অফিসে দৈনিক কালেরকন্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজুসহ কয়েকজন সাংবাদিক জাল খারিজে একটি দলিল রেজিস্ট্রি খবর সংগ্রহে যান। এ সময় সাব রেজিস্ট্রি অফিসের ট্যাম্পভ্যান্ডার ও পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে সাংবাদিক মনজুর ওপর হামলা চালান। হামলাকারীরা তাকে বেধরক মারধর করে।

এ ঘটনায় মোস্তফা মনজু বাদী হয়ে রুনু খানসহ ৯ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় জামালপুর সদর জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারের প্রেরণের নির্দেশ দেন।

নিউজওয়ান২৪.কম/আ.রাফি