NewsOne24

এজলাসের দৃশ্য ভিডিও করে ৪ ঘণ্টা হাজতবাস

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১০:০৪ পিএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার

প্রতীকি চিত্র

প্রতীকি চিত্র

আদালতে সাক্ষ্যগ্রহণ চলাকালে ভিডিওচিত্র ধারণ করার অপরাধে মৌলভীবাজার জেলার বড়লেখায় এক বাদী ৪ ঘণ্টা হাজতবাসের শাস্তি ভোগ করেছেন। 

বড়লেখা উপজেলা আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোপাল চন্দ্র দত্ত গতকাল (সোমবার) বিষয়টি নিশ্চিত করে জানান, গত রবিবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এজলাসে এমন ঘটনা ঘটেছে। অনুমতি ছাড়া আদালতের কর্মকাণ্ডের ভিডিওধারণ করা ওই বাদীর নাম জসিম উদ্দিন। তিনি উপজেলার পূর্ব হাতলিয়া গ্রামের মৃত ইছবর আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, জি-আর ১১৬/১৮ মামলার সাক্ষ্য গ্রহণকালে আদালতের অনুমতি ছাড়াই গোপনে ভিডিও করছিলেন মামলার বাদী জসিম উদ্দিন। আদালত পুলিশের চোখে বিষয়টি ধরা পড়ে। দায়িত্বরত পুলিশ আদালতকে ঘটনা জানালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমার বাদীকে আদালতের হাজতে নেয়ার নির্দেশ দেন। 

প্রসঙ্গত, বিনা অনুমতিতে আদালতে ভিডিওধারণ দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে ৪ ঘণ্টা হাজত বাসের পর মুচলেখায় ছাড়া পান জসিম উদ্দিন।

নিউজওয়ান২৪.কম/আরকে