NewsOne24

শ্রীলঙ্কায় মসজিদে ও মুসলিমদের দোকানে হামলা, কারফিউ

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার

ফেসবুকে শুরু হওয়া বিতর্কের জের ধরে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় মসজিদ ও মুসলিম মালিকদের দোকানপাটে হামলার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিম উপকূলীয় শহর চিলাওতে এই হামলা চালানো হয়। 

সোমবার রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল রবিবার এ ঘটনা ঘটেছে। দেশটির প্রশাসন এ ঘটনার পর চিলাউ শহরে কারফিউ জারি করেছে।

শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা জানিয়েছেন, উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় সোমবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। পরে অবশ্য পুলিশ জানায়, কারফিউ ভোর ৪টায় প্রত্যাহার করা হবে। এছাড়া ফেসবুকে উল্লেখিত পোস্টের লেখক আব্দুল হামিদ মোহাম্মদ হাসমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপরদিকে, শ্রীলঙ্কার কয়েকটি মুসলিম সংগঠন দাবি করেছে, বিভিন্ন স্থান থেকে মুসলিম সম্প্রদায়ের লোকজনের ওপর হয়রানির কয়েক ডজন অভিযোগ পেয়েছেন তারা।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কার কয়েকটি চার্চ ও পাঁচ তারকা হোটেলে হামলা চালায় জঙ্গিরা। এতে আড়াই শয়ের বেশি লোক নিহত এবং আহত হয় পাঁচ শতাধিক। এরপর থেকে দেশটিতে উত্তেজনা অস্থিরতার বাতাবরণে নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান ও ধরপাকড় চালায়।

নিউজওয়ান২৪.কম/আরকে