NewsOne24

এটিএম শামসুজ্জামানের শারীরিক উন্নতি, প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা অ

স্টাফ রিপোর্টার

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৪:০০ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার

এটিএম শামসুজ্জামান                    -ফাইল ফটো

এটিএম শামসুজ্জামান -ফাইল ফটো

মেধাবী ও জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার দায়িত্ব গ্রহণের সূত্রে তাঁর চিকিৎসা ব্যয়ের জন্য ১০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ভাল খবর হচ্ছে গত শনিবার সকাল থেকে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে এটিএমের।

আজ (সোমবার) সকালে রাজধানীর ধূপখোলা এলাকার আজগর আলী হাসপাতালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জনপ্রিয় ওই অভিনেতার মেয়ে কোয়েলের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন। এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন।

বর্ষীয়ান এ অভিনেতার চিকিৎসায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলে জানান বিপ্লব বড়ুয়া। এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এটিএম শামসুজ্জামানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর কন্যা কোয়েল আহমেদ। এদিকে, গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে ড. সামন্ত লাল সেন বলেছেন, এ দেশেই এটিএম শামসুজ্জামানের চিকিৎসা সম্ভব।

গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। ওইদিন রাত এগারোটার দিকে তাঁকে রাজধানীর গেণ্ডারিয়ার ধূমখোলা এলাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দুপুরে প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় এটিএমকে। 
নিউজওয়ান২৪.কম/আরকে