NewsOne24

লরির গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১১ মে ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন।

শনিবার সকালে উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সলমান (১৩) কুলিয়ারচরের আগরপুর গ্রামের রতন মিয়ার ছেলে, হাকিম (২৬) একই উপজেলার ফরিদপুর গ্রামের আলম মিয়ার ছেলে, নাইম (১৮) চোর কামালপুর গ্রামের খোকন মিয়ার ছেলে ও শফিক (২৪) ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। দগ্ধ আরেক জনের পরিচয় জানা যায়নি।

এদের মধ্যে সলমান, হাকিম ও শফিকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। 

কুলিয়ারচর থানার ওসি আবদুল হাই তালুকদার সংবাদ মাধ্যমকে জানান, সকালে কুলিয়ারচর উপজেলায় জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বাজিদপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা গুরুতর হওয়ায় সলমান, হাকিম ও শফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

নিউজওয়ান২৪/ইরু