NewsOne24

৪০ বছর বয়সে ৬৯ সন্তানের জন্ম: অতপর মারা গেলেন

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১১:৪৭ পিএম, ৪ মার্চ ২০১৭ শনিবার

৪০ বছর বয়সে ৬৯তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গেলেন ফিলিস্তিনের গাজা উপত্যকার এক নারী। জীবনে কোন দিনও জন্মনিরোধক ব্যবহার করেননি তিনি।
 
১৬ বার যমজ, সাত বার ট্রিপলেটস (এক সঙ্গে তিন সন্তান) এবং চার বার কোয়াড্রপলেটস (এক সঙ্গে চার সন্তান) জন্ম দিয়েছিলেন তিনি।

ইতিহাস ও সমীক্ষা বলছে, তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি সন্তান জন্মদানকারী নারী। তার আগে ৬৯টি সন্তানের জন্ম দেয়ার রেকর্ড ছিল ভাসিলায়েভা নামের এক রাশিয়ান নারীর।

মৃত্যুর সেই রেকর্ড ছুঁয়ে গেলেন ফিলিস্তিনি এই নারী। এএফপি।

নিউজওয়ান২৪.কম