NewsOne24

ঘূর্ণিঝড় ‘ফণি’র কারণে বসছে না পদ্মা সেতুর ১২তম স্প্যান

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৯:২৫ এএম, ২ মে ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘ফণি’র আশঙ্কায় আগামী শুক্রবার পদ্মা সেতুর ১২তম স্প্যান বসানোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার গণমাধ্যমে এতথ্য জানানো হয়েছে।

শুক্রবার সেতুর মাঝামাঝি অংশে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যান বসানোর কথা ছিল।

এর আগে পদ্মা সেতু প্রকল্পের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগামীকাল বৃহস্পতিবার সকালে স্প্যানটি ভাসমান ক্রেনে করে মাঝনদীতে নিয়ে যাওয়া হবে। আবহাওয়া অনুকূলে থাকলে পরদিন শুক্রবার সকালে স্প্যানটি বসানো হবে। এই স্প্যান বসানো হলে পদ্মা সেতুর ১ হাজার ৮০০ মিটার অংশ দৃশ্যমান হবে।

এদিকে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে প্রথমবারের মতো দৃশ্যমান হয় পদ্মা সেতু। এর চার মাস পর ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যানটি বসানো হয়। পরে ২০১৮ সালের ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিলারে তৃতীয়, ১৩ মে ৪০ ও ৪১ নম্বর পিলারে চতুর্থ, ২৯ জুন ৪১ ও ৪২ নম্বর পিলারে পঞ্চম স্প্যান বসানো হয়। এরপর গত নভেম্বর মাসের দিকে মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারের ষষ্ঠ স্প্যান বসায় পদ্মা সেতু কর্তৃপক্ষ।

চলতি বছরের প্রথম চার মাসে ৫টি স্প্যান বসানোর কাজ শেষ করা হয়েছে। এ বছর ২৩ জানুয়ারি ৩৬ ও ৩৭ নম্বর পিলারে বসে অষ্টম স্প্যান। ২৮ দিন পর ২০ ফেব্রুয়ারি ৩৫ ও ৩৬ নম্বর পিলারে অষ্টম স্প্যান, ২২ মার্চ ৩৪ ও ৩৫ নম্বর পিলারে নবম, ১০ এপ্রিল মাওয়ায় ১৩ ও ১৪ নম্বর পিলারে দশম এবং সবশেষ ১১তম স্প্যানটি বসে ২৩ এপ্রিল। আগামীকাল ১২তম স্প্যান বসানোর কথা ছিল।

নিউজওয়ান২৪.কম/আ.রাফি