বছিলায় জঙ্গি আস্তানা ঘেরাও, বিস্ফোরণে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১০:৩১ এএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা টিনশেড বাড়িটিতে কমান্ডো অভিযান শুরু করেছে র্যাব।
আজ (সোমবার) সকাল সোয়া ৯টার দিকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের সদস্যরা বাড়িটির ভেতরে ঢুকেন। তখন কয়েক দফা গুলির শব্দও শোনা যায়। পরিস্থিতি পর্যবেক্ষণে র্যাবের পক্ষ থেকে ওই এলাকায় ড্রোন ওড়ানো হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, বাড়িটির ভেতরে বিস্ফোরক থাকার আশঙ্কায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।
তিনি আরো বলেন, আস্তানার ভেতরে বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের সদস্যরা প্রবেশ করেছেন। তারা বেরিয়ে এলে ভেতরের পরিস্থিতি বিস্তারিত জানা যাবে।
এর আগে বাড়িটির ভেতরে সন্দেহভাজন একাধিক জঙ্গি অবস্থান করছে বলে জানিয়েছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বাড়িটির কেয়ারটেকারসহ দুজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রসঙ্গত, রবিবার রাত ৩টা থেকে বসিলার মেট্রো হাউজিংয়ের টিনশেড বাড়িটিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে র্যাব-২ এর সদস্যরা। এ সময় বাড়িটির ভেতরে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার বছিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটির ভেতরে বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন বলে সর্ব শেষ খবরে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, এখন সুইপিং চলছে। বোম ডিসপোজাল ইউনিট সুইপিং করছে।
নিউজওযান২৪.কম/আ.রাফি