কলম্বোয় বোমা হামলায় শেখ সেলিমের নাতি শিশু জায়ান নিহত
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

বাবা-মায়ের মাঝে শিশু জায়ান -ফাইল ছবি
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত ২৯০ জনের মধ্যে ২৭ জন বিদেশি রয়েছেন। ২৭ জন বিদেশির একজন হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি’র নাতি আট বয়চর বয়সী শিশু জায়ান। এ ঘটনায় আহত হয়েছেন সেলিমের জামাতা প্রিন্স। হামলাস্থলের মধ্যে তিনটি পাঁচতারা হোটেল রয়েছে যার দুই পুত্র ও স্বামীকে নিয়ে ছিলেন শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া।
নিহত জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।
গতকাল রবিবার খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডের প্রার্থনার মধ্যে গির্জা ও হোটেল মিলিয়ে আটটি স্থানে বোমা হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। প্রথমদিকে যদিও ৬টি স্থানে বোমা হামলার খবর পাওয়া গিয়েছিল। কিন্তু পরে আরো দুটি স্থানে বোমা বিস্ফোরণ ঘটে।
হামলায় শেখ সেলিমের আট বছর বয়সী নাতি জায়ান চৌধুরীর মৃত্যুর খবর রাতে পরিবারিক নিশ্চিত সূত্র।
প্রসঙ্গত, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রবিবার দুপুরে এক ব্রিফিংয়ে বলেছিলেন, বোমা হামলার ঘটনার পর থেকে এক শিশুসহ দুই বাংলাদেশির খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে তাদের নাম-পরিচয় তিনি সে সময় প্রকাশ করেননি।
অপরদিকে, ব্রুনেই সফররত শেখ হাসিনা সেখানে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়ে নিজের স্বজনদের বোমা হামলার শিকার হওয়ার কথা জানান।
প্রধানমন্ত্রী জানান, শেখ সেলিমের মেয়ে তার জামাই ও দুই বাচ্চা নিয়ে শ্রীলঙ্কায় ছিল। সেখানে মেয়ের জামাই প্রিন্স … ছেলে সাড়ে আট বছর… ওরাও গিয়েছিল.. রেস্টুরেন্টে, সেখানে বোমা পড়েছে।
প্রধানমন্ত্রী এসময় আবেগঘন কণ্ঠে বলেন, জামাই আহত, হাসপাতালে, বাচ্চাটার এখনও কোনো খবর পাওয়া যাচ্ছে না যে সে কোথায় আছে। আপানারা একটু দোয়া করেন, যেন ওকে পাই।
জানা গেছে, হামলার ঘটনাকালে হোটেলের নিচতলার রেস্তোরাঁয় নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স ও তার বড় ছেলে জায়ান। ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া হোটেল কক্ষে ছিলেন।
শেখ সেলিমের একান্ত সচিব ইমরুল কায়েস জানান, শেখ সেলিম ঢাকার বাড়িতেই রয়েছেন। তাকে সান্ত্বনা দিতে আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও স্বজনরা বাড়িতে এসেছেন।
নিউজওয়ান২৪.কম/আরএ