হাঙর মুখে পুরে নিলো আস্ত কুকুর
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:২৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

অস্ট্রেলিয়ার সিডনীর এক সৈকতে হাঙরের আক্রমণে প্রাণ গেলো এক গৃহপালিত কুকুরের। এ ঘটনায় দেশটির এ সৈকতে বেড়াতে আসা পর্যটকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
দেশটির খুবই জনপ্রিয় সাগর তীরের এলাকা ‘বন্যা পয়েন্টে’ কুকুরটির মালিকের সামনেই এ দুর্ঘটনা ঘটে বলে জানায় স্যাথারল্যান্ড সাইর কাউন্সিল।
সিডনি মর্নিং হেরাল্ডকে কুকুরের মালিক নাইজেল জানান, ‘আমরা খুবই হতবাক ও বিমর্ষ।’
রোববার এ দুর্ঘটনার পর থেকেই জরুরী সতর্কতা জারি করা হয়েছে পুরো সৈকত জুড়ে। সেখানে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা বিধানে কাজ করা ব্যক্তিরা বিভিন্ন জায়গায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন।
এছাড়া পর্যটকদের তাদের পোষা প্রাণীসহ সৈকতে না নামতে বলা হচ্ছে এবং পানিতে গোসল করতে নামার ক্ষেত্রে নিরাপত্তা চিহ্ন অনুসরণ করতে বলা হচ্ছে।
নিউ সাউথ ওয়েলস ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেখানকার সমুদ্র উপকূলে গোধূলি ও সন্ধ্যাকালীন সময়ে সার্ফিং ও গোসল করতে বারণ করা হয়েছে। বিবিসি।
নিউজওয়ান২৪.কম