মাগুরায় মাদক অভিযানে বিক্রেতাসহ আটক ১৭
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি
মাগুরা সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলার ১৭ জন আসামি আটক হয়েছেন। সোমবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জেলার নতুন বাজার, নিজনান্দুয়ালী, পারন্দুয়ালী এলাকা থেকে মাদকবিক্রেতা ও সেবনকারী ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের নামে থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলা রয়েছে।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
নিউজওয়ান২৪/ইরু