চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৭:৫৯ এএম, ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ায় বুধবার রাতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
চট্টগ্রামের অ্যাডিশনাল এসপি (সাতকানিয়া সার্কেল) হাসানুজ্জামান মোল্লা ডেইলি বাংলাদেশকে বলেন, রাত সাড়ে ১২ টায় রিলাক্স পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের (হাইস) সংঘর্ষ হয়।
এতে আটজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। আহত যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজওয়ান২৪/আ.রাফি