NewsOne24

ছাগলের পেটে ডাব বিক্রেতার টাকা!

জেলা সংবাদদাতা

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০১:২২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার

রাজশাহী: দিনভর বিভিন্ন গ্রাম ঘুরে ডাব কিনে বাজারে বিক্রি ডাব বিক্রেতা করেন ইনছার আলী। দিনশেষে বাড়িতে ফিরে পকেট থেকে টাকা বের করে রাখতেই খেয়ে ফেলে ছাগল। এমন অভিনব ঘটনা ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী হামিদকুড়া গ্রামে।
 
জানা যায়, বুধবার সকালে উপজেলার আড়ানী হামিদকুড়া গ্রামের মৃত স্যাজি সরদারের ছেলে ইনছার আলী (৫২) বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ডাব ক্রয় করেন। এই ডাব বাজারে বিক্রি করে বাড়ি ফেরেন।
 
বাড়িতে এসে জামার পকেট থেকে ডাব বিক্রির টাকাগুলো ঘরের বারান্দায় রাখেন। এই সময় পাশে তার নিজের পোষা একটি ছাগল ছিল। ছাগলটি এক হাজার টাকার একটি নোট খেয়ে নেয়।
 
ইনছার আলীর স্ত্রী জরিনা বেগম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, টের পেয়ে ছাগলের মুখ থেকে টাকাটি বের করার চেষ্টা করলেও এক হাজার টাকার নোটটি ততক্ষণে ছাগলের পেটে চলে যায়।

নিউজওয়ান২৪.কম