NewsOne24

১৪ মার্চ টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী বৃহস্পতিবার (১৪ মার্চ) রনদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ভারতেশ্বরী হোমসে। 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল এবং ভারতেশ্বরী হোমস পরিদর্শন করবেন বলে জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। 

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে নিরাপত্তা বলয় প্রস্তুত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড বিএসসি নার্সিং কলেজসহ কুমুদিনী কমপ্লেক্সের সেবাধর্মী বিভিন্ন ইউনিট সাজানো হচ্ছে। হাসপাতালের মূল ভবনের দক্ষিণ পাশে নির্মিত হয়েছে রনদা প্রসাদ সাহার মুর‌্যালসহ বিভিন্ন স্থাপনা। 

নিউজওয়ান২৪/ইরু