NewsOne24

সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

সড়ক দুর্ঘটনা ( ছবি : প্রতীকী )

সড়ক দুর্ঘটনা ( ছবি : প্রতীকী )

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ও মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এসব দুর্ঘটনা ঘটে।

ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন জানান, রাতে বাড্ডাগামী দেওয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উঠে যায়। এ সময় ফুটপাতের একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে চা দোকানদার শাহীন ও নৈশ প্রহরী কবির ঘটনাস্থলেই মারা যান।

নিহত কবিরের বাড়ি বাগেরহাট আর শাহিনের বাড়ি পিরোজপুর জেলায়। দু’জনই ভাটারা এলাকায় থাকতেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে, ভোরে রাজধানীর মালিবাগ-মৌচাক এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত (৪০) এক নারীর। মালিবাগ-মৌচাক সড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অজ্ঞাত ওই নারী। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তিনি আহত হয়েছেন। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া। 

নিউজওয়ান২৪/আ.রাফি