মাধ্যমিক পরীক্ষা শুরু, ২১ লাখ পরিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৩৫ এএম, ২ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ফাইল ছবি
অপেক্ষা শেষ। শনিবার সকাল ১০টায় শুরু হলো এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা। চলবে দুপুর ১টা পর্যন্ত।
আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। তবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা।
এবার মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১, ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন। ২০১৮ সালের তুলনায় এবার পরীক্ষা বেড়েছে ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন।
সাধারণ শিক্ষা বোর্ডে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আটটি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ১০২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং কারিগরি ভোকেশনাল ১ লাখ ২৫ হাজার ৫৯ জন রয়েছে।
এবার মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৪৯৭ এবং প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৬৮২টি। এ ছাড়া বিদেশি আটটি পরীক্ষা কেন্দ্রে ৪৩৪ জন্য পরীক্ষার্থী রয়েছে।
এবারও সকালের পরীক্ষা ১০ থেকে ১টা এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সকল পরীক্ষার্থীকে ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে বলা হয়েছে। পরীক্ষার ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে। কেন্দ্র সচিব ব্যতিত (ছবি তোলা যায় না এমন ফোন) অন্য কেউ মোবাইল ফোন/ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
অন্যান্যবারের মতো এবারো প্রতিবন্ধীসহ অন্যরা ৩০ মিনিট অতিরিক্ত সময়সহ শিক্ষক/অভিভাবক/সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেয়ার সুযোগ পাবে।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের মনিটরিং কমিটি নজরদারি করছে।
নিউজওয়ান২৪/আ.রাফি