NewsOne24

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ শুক্রবার (২৫ জানুয়ারি)। 

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তার ভাষণ প্রচার করা হবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম (সচিব) বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

সংশ্লিষ্ট সূত্র এ বিষয়ে আরো জানায়, ইতোমধ্যেই তার ভাষণ রেকর্ড করা হয়েছে। এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

নিউজওয়ান২৪/আ.রাফি