NewsOne24

টিভির রেজুলেশনে যুক্ত হবে ৮কে ট্রেন্ড

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আপস্ট্রিম ইন্ডাস্ট্রির এক রিপোর্টে বলা হচ্ছে, বিশ্বব্যাপী ২০১৯ সালে টেলিভিশনের এলসিডি প্যানেল তৈরিতে যুক্ত হবে ৮কে রেজুলেশনের ট্রেন্ড। এই সময়ে কোম্পানিগুলো ৪কে থেকে এক ধাক্কায় ৮কে রেজুলেশনের দিকে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।  

জানা গেছে, বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইতোমধ্যেই এটি তৈরিতে জোর দিচ্ছে বলে। এটি তৈরির জন্য অন্যান্যরাও প্রস্তুতি নিচ্ছে।

টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠান মনে করছে, চলতি বছরের শুরু থেকেই টেলিভিশন শিল্পখাতে অনেক বড় পরিবর্তন আসতে শুরু করেছে। ৪কে-কে একটা মানসম্মত ধরে অনেকেই সেই রেজুলেশনের টেলিভিশন এনেছে। 

টেলিভিশনে ৪৩ ইঞ্চি পর্যন্ত ৪কে দেওয়া হয়েছে। তবে এখন  প্রতিষ্ঠানগুলো ৬৫ ও ৭৫ ইঞ্চি টেলিভিশনকে সামনের দিনে বাধ্যতামূলকভাবেই ৮কে রাখতে চায়। 

স্যামসাং, বিওই, এইউ অপট্রনিক্স, হুয়াওনিক্স অপ্টোইলেক্ট্রনিক্স এবং গ্রুপ অপ্পোইলেক্ট্রনিক্স বড়মাপের ডিসপ্লের জন্য কাজ করছে। এমনকি এলজিও ৮৫ ইঞ্চি প্যানেল নিয়ে ৮কে ডিসপ্লে আনতে চিন্তাভাবনা শুরু করেছে।

নিউজওয়ান২৪/ইরু