শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মোদি
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:৪৫ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার সকালে টেলিফোনে এই অভিনন্দন জানান তিনি।
এ ছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
এর আগে রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে ২৫৯ আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
তাছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে বিজয়ী হয়। বাকি ১০টি আসন পায় অন্যরা। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন।
নিউজওয়ান২৪/ইরু