হ্যাটট্রিক জয়ে কাজের পুরস্কার আইভীর, এবার না’গঞ্জবাসী চায় ব্রিজ
স্টাফ রিপোর্টার
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৯:২৫ এএম, ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:২৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬ বুধবার
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার এপাড়-ওপাড় দুইপাড়ের উন্নয়নের রূপকার মেয়র আইভী -ফাইল ফটো
নারায়ণগঞ্জ: টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন আইভী। তবে প্রথমবার হয়েছিলেন পৌর মেয়র। পরেরবার হন দেশের প্রথমবার নির্বাচিত সিটি কর্পোরেশনের নারী মেয়র। এরপর ২২ ডিসেম্বর ফের জনগণ তাকে নির্বাচিত করলো একই সিটির অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র।
আইভীর এই হ্যাটট্রিক জয়কে বিশ্লেষকরা দেখছেন, তার ভাল কাজের পুরস্কার হিসেবে।
একটা সময়ে সাধারণ্যে এমন ধারণা তৈরি করেছিলেন দেশের অন্যান্য শহরের মেয়ররা যে, সিটি কর্পোরেশনের মেয়র মানে ময়লা-আবর্জনা পরিষ্কার করা আর সন্ধ্যায় রাস্তায় বাতি জ্বালানো ও সকালে তা নিভানেওয়ালাদের বড় কর্তা হিসেবে। বলা যায়, আইভী সেই ধারণা ভেঙে দিয়েছেন।
প্রসঙ্গত, আইভীর পিতা আলী আহাম্মদ চুনকাও ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার জনপ্রিয় মেয়র।
ঢাকা ও চট্টগ্রামের পর একসময় দেশের তৃতীয় বৃহত্তম নগরী ও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জকে জাগিয়ে তুলেছেন তিনি, গড়ে তুলছেন একটি আধুনিক নগরীর ছাঁচে। যারা নারায়ণগঞ্জের বাইরে থাকেন তারা এই কথাগুলো কতটুকু সত্য তা জানতে চাইলে রাজধানীর ঠিক পাশের শহর নারায়ণগঞ্জে যেতে হবে সশরীরে।
নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন যে ৫ কারণে মুখ থুবড়ে পড়লো আইভী বিরোধী সব কৌশল
আরেকটা প্রমাণ তো বৃহস্পতিবার ফের হয়ে গেছে- নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াতের থেকে ৭৯ হাজার ৫৬৭ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আইভী। দেশের ইতিহাসে নজিরবিহীন নিরপেক্ষে এবং প্রায় সর্বমহল প্রশংসিত এই উৎসবমুখর নির্বাচনে যে ফল এসসেছে তা আসলে ভাল কাজের প্রতি বিশাল জনগোষ্ঠীর ইতিবাচক সমর্থন ছাড়া আর কিছু নয়। তবে তার বিপক্ষের প্রার্থী সাখাওয়াতেরও ভাল মানুষ এবং গ্রহণযোগ্য হিসেবে সুনাম আছে, তবে এই মুহূর্তে নারায়ণগঞ্জের রাজনৈতিক ও পারিপার্শ্বিক অংকের সমীকরণ আইভীকেই চাইছিল নগর নেতা হিসেবে।
নারায়ণগঞ্জবাসী মনে করেন, তাদের বহুল প্রত্যাশিত শীতলক্ষ্যা ব্রিজ যা শহরের দুই প্রান্তকে এক করবে তার দ্রুত বাস্তবায়নে মেযর আইভীই হতে পারেন শহরবাসীর প্রধান সৈনিক। দেশের অনেক দূরবর্তী এমন দুর্গম অনেক অঞ্চলে, তুলনামূলক কম উন্নত এলাকায়ও হয়েছে চমৎকার-আধুনিক সব ব্রিজ। কিন্তু রাজধানীর লাগোয়া ঐতিহ্যবাহী এবং অন্যতম প্রধান বাণিজ্যনগরীর মাঝদিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যায় ব্রিজ হয়নি। তবে বিষয়টিকে নারায়ণগঞ্জবাসীর নিজেদের ব্যর্থতা হিসেবেও দেখছেন অনেকে। কারণ, তারা তা আদায় করতে পারেনি সরকার থেকে।
নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন এমপি শামীম ওসমান বিষয়টি শেষপর্যন্ত বিস্মৃত না হলেই ভাল!
এবার আইভীর জয়ে তারা মনে করছে, এলাকার সংসদ সদস্যরা হচ্ছেন সরকারে থাকা আওয়ামী লীগ-জাতীয় পার্টির এবং মেয়রও আওয়ামী লীগের সরাসরি মনোনয়নে নির্বাচিত- সুতরাং এবার ব্রিজ হবেই হবে শীতলক্ষ্যার ওপর- যদি আইভী চান। নারায়ণগঞ্জবাসী আইভীর সেই চাওয়াটাকেই চাচ্ছেন এবার।
এদিকে, বৃহস্পতিবার অনুষ্ঠিত নাসিক নির্বাচনের ভোট নিয়ে শুরু থেকে নানা শংকা আর উদ্বেগ ছিল। কিন্তু বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় গত কিছুদিন ধরে সারাদেশবাসীর আগ্রহের চরম বিন্দুতে থাকা এ নির্বাচন।
নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন যে কারণে তৈমুরকে রাজি করাতে পারেননি খালেদা!
২০১১ সালের ৩০ অক্টোবর সবশেষ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আইভী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে হারিয়েছিলেন ১ লাখ ২ হাজারের বেশি ভোটের ব্যবধানে। তবে ৫ বছর পর বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচনে নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর জয় নিয়ে নানামহলে শংকা ছিল। কারণ, নারায়ণগঞ্জে একই দলের প্রভাবশালী নেতা শামীম ওসমানরে সঙ্গে তার ব্যক্তিগত-পারিবারিক দ্বন্দ্বের বিষবাষ্প গভীর ঘন রূপ নিয়েছিল গত পাঁচ বছরে।
দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া ধমক আর নির্দেশে শামীম ওসমান-আইভী পরস্পর হাত মিলিয়ে একসঙ্গে কাজের ঘোষণা দিলেও ভেতরে ভেতরে সন্দেহ-অবিশ্বাসের দানবটা ছিল পুরোমাত্রায় সক্রিয়।
তবে শেষ পর্যন্ত যে ফলাফল এসেছে, তাতে নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জকে যারা ভালবাসেন, তারা বলছেন- আইভীর যোগ্য নেতৃত্ব আর কাজের পুরস্কার দিয়েছে নগরবাসী আর একই সঙ্গে শামীম ওসমানও শুভবুদ্ধির পরিচয় দিয়েছেন যা তার ভবিষ্যত রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ইতিবাচক হয়ে দেখা দেবে।
নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন আমি এবারও নামবো একা: আইভী
দিনভার শংকার মধ্যেও সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ ভোট অনুষ্ঠান ইতোমধ্যে নারায়ণগঞ্জ তো বটেই সারাদেশবাসীর কাছে প্রশংসিত হয়েছে। সেই ভোটের ফলাফল যখন রাতে শহরের দেওভোগ এলাকায় প্রয়াত আলী আহাম্মদ চুনকার বাসায় আসতে থাকে তখন সেখানে থাকা আওয়ামী লীগ ও আইভীর সমর্থকেরা উচ্ছ্বাসে ফেটে পড়ছিলেন।
২০০৩ সালে অনুষ্ঠিত পৌর চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সক্রিয় রাজনৈতিক জীবনে প্রবেশ ঘটে আইভীর। তিনি ওই বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি হন পৌরসভার প্রথম মহিলা চেয়ারম্যান। ওই নির্বাচনের মাত্র ১৭দিন আগে নিউজিল্যান্ড থেকে তাকে দেশে উড়িয়ে আনা হয়। তার পক্ষে নারায়ণগঞ্জে জোর প্রচারণা চালান দলের কেন্দ্রীয় অনেক নেতা। তখন বিএনপি সরকার ক্ষমতায় থাকার পরও বিপলু ভোটে জয়ী হন আওয়ামী লীগ নেতা আইভী।
ওই বছরের ২ ফেব্রুয়ারী দায়িত্বভার গ্রহণ করে ২০১১ সালের ২৫ জুন পর্যন্ত পৌর চেয়ারম্যানের দায়িত্বে থেকে শহরকে যথাসাধ্য উন্নত করার চেষ্টা করেন তিনি। এটা সবার নজর কেড়েছে।
নিউজওয়ান২৪.কম/একে
