সম্প্রচার বন্ধ
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৫২ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি
বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা দেখা যাচ্ছে না সারা দেশে। আজ বিকালে ঢাকার বাইরে এর প্রচার বন্ধ করে দেন ক্যাবল অপারেটররা। রাতে ঢাকায়ও প্রচার বন্ধ করে দেয়া হয়।
এ বিষয়ে যমুনার একজন ঊর্ধতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মৌখিক নির্দেশে বিকেলে সারাদেশের ক্যাবল অপারেটররা এর প্রচার বন্ধ করে দেন। রাতে ঢাকায়ও তা বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন, স্টেশনটি নিয়মিত সম্প্রচারে আছে। তবে অনলাইন ও বিদেশ থেকে এর অনুষ্ঠান দেখতে পারছেন দর্শকরা।
নিউজওয়ান২৪/জেডএস