NewsOne24

রেকর্ড গড়েছে পঞ্চগড়

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

পঞ্চগড়ে হঠাৎ বৃদ্ধি পেয়েছে শীতের প্রকোপ। বৃহস্পতিবার সকালে এই জেলায় সর্বনিম্ন ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গত বছর একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আকস্মিক শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগে পড়েছেন কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষ।

গত নভেম্বরের শুরু থেকে তেঁতুলিয়া উপজেলাসহ বিভিন্ন এলাকার তাপমাত্রা কমতে শুরু করে। গত তিন দিনে তেঁতুলিয়া এবং এর আশপাশের এলাকায় তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছিল। বুধবার তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে রাতভর ঝরতে থাকা কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টার মধ্যেই সূর্যের মুখ দেখা গেলেও দিনভর কনকনে শীত অনুভুত হচ্ছে। শিরশির বাতাসে দুর্ভোগে পরেছেন মানুষ।

সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের কৃষি শ্রমিক সফিজুল ইসলাম বলেন, হঠাৎ করেই ঠাণ্ডা বেড়ে গেছে। প্রতিদিন সকাল সকাল ক্ষেতে কাজ শুরু করতে হয়। শীতের কারণে জমিতে ঠিকমত কাজ করতে পারছি না।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. সামিউজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। গত বছর এই দিনে ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড রয়েছে।

নিউজওয়ান২৪/জেডএস