NewsOne24

সেলিম ওসমানের ক্যাম্প ভাঙচুর, গণফোরাম সভাপতি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে জেলা গণফোরাম সভাপতি দেলোয়ার হোসেন চুন্নুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দেড়টার দিকে নগরীর টানবাজার এসএম মালেহ রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দেলোয়ার হোসেন চুন্নু নারায়ণগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরামের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা।

এদিকে, ধানের শীষের পক্ষে কাজ করায় মিথ্যা মামলা দিয়ে চুন্নুকে গ্রেফতার করা হয়েছে দাবি করে ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরাম বলেন, আমার উপদেষ্টাকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে একটি সাজানো মামলার আসামি করা হয়েছে। আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই সেলিম ওসমান নিজেই এ সব কাণ্ড ঘটাচ্ছেন। তারা চায় আমি যেন নির্বাচন বয়কট করি। মূলত যে ঘটনায় মামলাটি হয়েছে, নারায়ণগঞ্জে সেরকম কোন ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই আনোয়ার বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় দায়ের হওয়া একটি মামলায় চুন্নুকে গ্রেফতার করা হয়েছে।

নিউজ ওয়ান২৪/জেডএস