NewsOne24

আজ বাংলাদেশে আসছেন আল আকসার ইমাম

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

মসজিদ আল-আকসা বা বাইতুল মুকাদ্দাসের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ আহমেদ হোসেন আজ শুক্রবার বাংলাদেশে আসছেন।

রাশিয়াভিত্তিক সংগঠন ইউনাইটেড মুসলিম উম্মাহ ফাউন্ডেশন ও ঢাকার ফিলিস্তিন দূতাবাসের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন। সফরকালে মুফতি শেখ মুহাম্মদ আহমেদ হোসেন এক আন্তর্জাতিক সেমিনারে অংশ নেবেন।

সেমিনারের আয়োজক ইউনাইটেড মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের মহাসচিব ড. কাজী এরতেজা হাসান জানান, গ্র্যান্ড মুফতির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে।

এ ছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন।

নিউজওয়ান২৪/ইরু