NewsOne24

যুক্তরাষ্ট্রের ওকল্যান্ডে অগ্নিকাণ্ডে ৪০ জন নিহতের আশঙ্কা

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০১:২৬ পিএম, ৪ ডিসেম্বর ২০১৬ রোববার | আপডেট: ১১:২৪ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার

আগুন নেভানোর চেষ্টা চলছে    -ফাইল ফটো

আগুন নেভানোর চেষ্টা চলছে -ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

তবে সর্বশেষ খবর পর্যন্ত এ ঘটনায় ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ওকল্যান্ড দমকল বিভাগের প্রধান টেরেসা ডেলোচে-রিড বলেন, ঘটনার সময়ে সেখানে ৫০ থেকে ১শ ব্যক্তি উপস্থিত ছিল বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

গোল্ডেন ডোনা নামের একটি ইলেক্ট্রনিক গ্রুপ আয়োজিত কনসার্ট চলাকালে দুর্ঘটনাটি ঘটে। বিভিন্ন মালামাল রাখার ওই গুদামটিতে কনসার্টের পাশাপাশি আরও ছয়টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।


সামাজিক যোগাযোগ মাধ্যমে দমকল বিভাগের পোস্ট করা অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে আগুনে ভবনের ছাদ পর্যন্ত পুড়ছে।

রিড বলেন, ভবনটির গুদামে বিভিন্ন ধরনের আসবাবপত্র, ডামি ও অন্যান্য জিনিষপত্রে ঠাসা ছিল। এগুলোর কারণে দমকল কর্মীদের আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়। বাসস
নিউজওয়ান২৪.কম/আরকে