ঢাকায় আনা হচ্ছে অসুস্থ লতিফ সিদ্দিকীকে
টাঙ্গাইল প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮ বুধবার

ছবি: সংগৃহীত
টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ (বুধবার) সকালে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন তাকে ঢাকায় আনা হচ্ছে।
ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে লতিফ সিদ্দিকীকে ভর্তি করা হবে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক সদর উদ্দিন।
বুধবার বেলা ২টার সময় আব্দুল লতিফ সিদ্দিকীকে নিয়ে সরকারি হাসপাতালের শীততাপ নিয়ন্ত্রিত একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো কথা বলেছেন। এরপর সরকারি অ্যাম্বুলেন্সে করে লতিফ সিদ্দিকীকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়েছে।
এর আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেন তুষার, মেডিসিন বিভাগের রাশেদুজ্জামান ও সুজাউদ্দিন তালুকদার সকাল সাড়ে ৮টার সময় টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে আমরণ অনশনে থাকা আব্দুল লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থা পরীক্ষা করতে আসেন।
হৃদরোগ বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেন তুষার বলেন, তিনদিন ধরে কিছু না খাওয়ার কারণে তার শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তার রক্তচাপ কমে যাচ্ছে। আগে থেইে তার হৃদপিন্ডে রিং পরানো রয়েছে। চিকিৎসা না পেলে বড় ধরনের ক্ষতি হতে পারে। আমরা তাকে তার শরীরের অবস্থার বিষয়টি বুঝিয়েছি। উনি হাসপাতালে চিকিৎসা যেতে রাজি হয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের কাছে থেকে অনুমতি নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজওয়ান২৪/এএস