আফগানে মার্কিন বিমান হামলা, নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৯:২০ এএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রোববার

ছবি: সংগৃহীত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অন্তত ২০ জন বেসামরিক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। খবর রয়টার্সের।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন বাহিনী গত শুক্রবার এ বিমান হামলা চালায়। নিহতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে।
তবে ন্যাটোর মুখপাত্র ২০ জন বেসামরিক লোক নিহত হওয়ার কথা অস্বীকৃতি জানায়। তিনি বলেন, এ হামলায় ৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
শুক্রবার শেষ বেলায় এ হামলা হয়। এতে আট জন নারী ও ১২টি শিশু মারা গেছে। প্রাদেশিক পরিষদের সদস্য আবদুল লতিফ ফাজলি জানান, হামলায় নিহতদের পাশাপাশি ১৫ জন আহত হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, তালেবান কমান্ডার শরীফ মাবিয়াকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয় কিন্তু অভিযানের সময় বিমান হামলায় অজ্ঞাত সংখ্যক বেসামরিক নাগরিক মারা গেছে যার মধ্যে নারী ও শিশু রয়েছে।