জবিতে বাসের জন্য অর্থ বরাদ্দ
জবি প্রতিনিধি
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:০৮ এএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি
জগনাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান-এর সভাপতিত্বে ৭৯তম সিন্ডিকেট সভায় পাঁচটি দ্বিতল বাস ক্রয়ের জন্য ছয় কাটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বাসগুলো শিক্ষার্থীদের পরিবহণে বিভিন্ন রুটে চলাচল করবে। গত ৪ই ডিসেম্বর অনুষ্ঠিত ৫৮তম অর্থ কমিটির সভায় নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের পাঁচটি দ্বিতল বাস ক্রয়ের আর্থিক ও প্রশাসনিক অনুমোদনের সুপারিশ করা হয়।
উল্লখ্য, শিক্ষার্থী যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৪টি একতলা বাস ও ১২টি দ্বিতল বিআরটিসি বাস ইতোমধ্যে বিভিন্ন রুটে চলাচল করছে। শিক্ষার্থীদের অধিকতর সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমানে ঢাকার বাইরের কয়কটি জেলাতে ও পরিবহণ সুবিধা দেয়া হচ্ছে।
এছাড়াও, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব অর্থায়নে অতিশীঘ্রই আরো তিনটি নতুন একতলা বাস পরিবহণে যুক্ত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিউজওয়ান২৪/টিআর