NewsOne24

‘স্বামী জীবিত থাকলে বাবা-মা ভরণ-পোষণ করবে না’

আইন-কানুন ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১০:৫৪ এএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:২৬ এএম, ২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

কোনো বিবাহিত নারীর স্বামী বেঁচে আছে এবং তার আয়-রোজগার আছে- এমন অবস্থায় ওই নারীর বাবা-মার এই দায়িত্ব নয় যে তাকে ভরণ-পোষণ করবে। এক আপিল মামলার শুনানিতে এমন সিদ্ধান্ত জানিয়েছে ভারতের মুম্বাইর এক সেশন কোর্ট।

মামলা সূত্রে জানা গেছে, পাঁচ বছর ঘরসংসার করার পর ২০১১ সালের নভেম্বরে পরকীয়া সম্পর্ক রাখার অভিযোগে ওই নারীকে বাড়ি থেকে বের করে দেয় স্বামী। তাদের চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

তবে স্বামীর অভিযাগ- তার স্ত্রী একান্নর্তী পরিবারে থাকতে নারাজ। এই দাবিতেই সে বাপের বাড়ি চলে যায় এবং অনেক বোঝানোর পরও ফিরে আসেনি। এরপর থেকে নিজের বাবা-মার সঙ্গেই থাকছে।

তবে একপর্যায়ে খোরপোশ দাবিতে মামলা হলে আদালত স্ত্রীর জন্য মাসে তিন হাজার রুপি ভরণ-পোষণ ভাতা আর তিন হাজার রুপি বাড়িভাড়া বাবদে দিতে নির্দেশ দেয় স্বামীকে।

কিন্তু নিজেকে মাসে মাত্র ৪ হাজার রুপি বেতনের চাকরিজীবী দাবি করে স্বামী আদালতে আপিল করে- এমন বাস্তবতায় তার পক্ষে মাসে ছয় হাজার রুপি খোরপোশ পরিশোধ সম্ভব না।

শুনানি শেষে আদালত স্বামীর করা আপিল খারিজ করে জানায় খোরপোশ দিতেই হবে।  

নিউজওয়ান২৪.কম/আরকে