তেল লুটের পরিণতি!মোজাম্বিকে জ্বালানিবাহী লরি বিস্ফোরণে হত ৭৩
বিশ্ব সংবাদ
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:১৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:৪১ পিএম, ২২ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

ছবি- আফ্রিকানিউজ.কম
মোজাম্বিকে জ্বালানি তেল বোঝাই ট্যাংকলরি বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকা অঞ্চলের দেশটির সীমান্তবর্তী টেট প্রদেশের ক্যাপহিরিদজ্যাং গ্রামে এ ঘটনা ঘটে। বন্দরনগরী বেইরা থেকে জ্বালানি তেল নিয়ে লরিটি ওই এলাকা দিয়ে যাচ্ছিল।
খবর পেয়েই দমকল ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে।
দুর্ঘটনায় আহত শতাধিক ব্যক্তির মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে সরকারি পক্ষে বলা হয়েছে। প্রথমদিকে ৪৩ জন নিহতের কথা বলা হয়। পরে সরকার ৭৩ জন মারা যাওয়ার খবর জানায়।
সরকারি মহল আরও জানায়, স্থানীয় লোকজন ওই ট্রাক থেকে পেট্রল নেওয়ার চেষ্টাকালে বিস্ফোরণ ঘটে।
অপর একটি সূত্রের দাবি, তেলবাহী ট্রাকটি দুর্ঘটনায় পড়লে তা থেকে জ্বালানি তেল বের করার চেষ্টা করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে তাতেই আগুনের সূত্রপাত হয়।
মোট কথা দুর্ঘটনার কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু-কিশোর রয়েছে।
দেশটির তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও মানাসেস জানান, স্থানীয়রা পেট্রল নেওয়ার জন্য লরিতে হামলা চালায় না তা থেকে গ্যাসোলিন বিক্রি করা হচ্ছিল- এসময় দুর্ঘটনা ঘটে, তার তদন্ত হবে।
দুই কোটি ৪০ লাখ জনসংখ্যার দেশ মোজাম্বিক বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। একসময় গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত হয়েছে দেশটি। ১৯৯২ সালে শেষ হয় ১৬ বছর ধরে চলা গৃহযুদ্ধ। ১৯৭৫ সালে পর্তুগিজদের থেকে স্বাধীন হয় মোজাম্বিক। এএফপি, আফ্রিকানিউজ, উইকিপিডিয়া
নিউজওয়ান২৪.কম/আরকে