ট্রাম্পের অধীনে চাকরিতে অনীহা: মার্কিন গোয়েন্দাপ্রধানের পদত্যাগ
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:৩৫ পিএম, ১৭ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:৩২ পিএম, ২১ নভেম্বর ২০১৬ সোমবার

জেমস ক্ল্যাপার -ফাইল ফটো
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে তার অধীনে চাকরি করবেন না- এমন কথা জানিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধান জেমস ক্ল্যাপার পদত্যাগ করেছেন। সে হিসেবে ট্রাম্প ক্ষমতায় বসার আগের দুই মাসের কিছু বেশি সময় আর নিজ পদে থাকবেন বলে জানান। আজ (বৃহস্পতিবার) পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান ক্ল্যাপার।
গত ছয় বছর ধরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও জাতীয় নিরাপত্তা সংস্থাসহ (এনএসএ) ১৭টি সংস্থার সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
আগের রাতে পদত্যাগের বিষয়টি জানানোর জন্য কংগ্রেসনাল শুনানিতে হাজির হন বলে জানান ক্ল্যাপার।
তিনি জানান, নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি আর গোয়েন্দা প্রধানের দায়িত্বে থাকবেন না।
ক্ল্যাপার বলেন, আমি গতরাতে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি আর ৬৪ দিন দায়িত্বে থাকছি।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন আগামী ২০ জানুয়ারি। গত ৮ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হন রিপাবলিকান ট্রাম্প।
নিউজওয়ান২৪.কম-এ আরও পড়ুন ট্রাম্প ধাক্কা: ফের স্বাধীনতা চায় ক্যালিফোর্নিয়া, অতীত কী বলে?
তবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ দানা বেঁধে উঠছে।
ট্রাম্প জয়ী হওয়ায় ক্যালিফোর্নিয়া রাজ্যে দাবি ওঠে যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হওয়ার। এজন্য গণভোটের দাবি জানায় ‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইনডিপেনডেন্স ক্যাম্পেইন’ নামের গোষ্ঠী। সিএনএন, এনবিসি, দ্য গার্ডিয়ান
নিউজওয়ান২৪.কম/এমএস