NewsOne24

পণ্য বিতরণের জন্য ড্রোন

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০২:৪১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

অ্যালফাবেট (গুগলের মূল প্রতিষ্ঠান) এবার ডেলিভারি বা পণ্য বিতরণের জন্য তৈরি ড্রোনের পরীক্ষা চালাবে ইউরোপে। এদিকে, আগামী বছর অঞ্চলটিতে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু হবে বলে জানিয়েছে বিবিসি।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, শুধু ফিনল্যান্ডে এই পরীক্ষামূলক কার্যক্রম চালানো হবে। দেশটির হেলসিংকি শহরকে এজন্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে শহরের তালিকা আরো বাড়তে পারে।

পণ্য বিতরণের জন্য তৈরি এসব ড্রোন সর্বোচ্চ দেড় কেজি পর্যন্ত পণ্য বহন করতে পারবে। কেউ অর্ডার দেয়ার কয়েক মিনিটের মধ্যেই পণ্য পৌঁছানোর উদ্দেশে উড়াল দেবে এই ড্রোনগুলো।

গুগলের পাশাপাশি উইং এবং অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলোও ড্রোনের সাহায্যে পণ্য পৌঁছে দেয়ার সেবা তৈরি করছে। কয়েক বছর ধরে তৈরির কথা বললেও এখনো পর্যন্ত এ ধরনের সেবা চালু করেনি তারা।

২০১৩ সালের ডিসেম্বরে অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস ঘোষণা দেন, তাদের আকাশপথে পণ্য বিতরণ সেবা শুরু হবে আগামী পাঁচ বছরের মধ্যে। ওই নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত সেবাটি চালু কর‍তে পারেনি প্রতিষ্ঠানটি। অবশ্য অ্যামাজন এ ধরনের সেবা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

নিউজওয়ান২৪/জেডএস