ফের সিএনএনের কার্যালয়ে বোমাতঙ্ক!
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:৫১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত সিএনএনের কার্যালয়ে ফের বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার রাতে এক অজ্ঞাত ব্যক্তি সিএনএনের কার্যালয়ে ফোন করে জানায়, সংবাদ মাধ্যমটির কার্যালয়ের অভ্যন্তরে শক্তিশালী ৫টি বোমা লুকিয়ে রাখা আছে।
সিএনএনে’র নিরাপত্তা কর্মীরা জানান, এ ঘটনার পরপরই নিউজ রুমে নিরাপত্তা অ্যালার্ম বাজানো হয়। এর অল্প কিছুক্ষণের মধ্যেই কার্যালয় থেকে সব কর্মী বেরিয়ে আসেন।
তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলে কর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় জানিয়েছেন সংবাদ মাধ্যমটির সভাপতি জেফ জাকার।
তিনি বলেন, কার্যালয়টি এখন নিরাপদ। সকালে সবাই ভবনে প্রবেশ করতে পারবেন।
তিনি এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহনের প্রশংসা করেন এবং যারা এ ঘটনায় মানষিক চাপে পড়েছিলেন তাদের ধৈর্য ও পেশাদারিত্বের প্রতি সম্মান জানান।
বোমা থাকার হুমকির প্রেক্ষিতে কার্যালয়ে পরিচালিত অনুসন্ধাণে কোনো বোমা পাওয়া যায়নি বলে নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে।
এ ঘটনা প্রসঙ্গে নিউ ইয়র্ক পুলিশ এক টুইট বার্তায় জানায়, কারা বা কেন ওই হুমকি প্রদান করেছে তা এখনো নিশ্চিত নয়।
সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি ফোনকল আসে কার্যালয়ে। এসময় বলা হয় ভবনটিতে ৫টি বিস্ফোরক রাখা আছে।
এরপরই অগ্নিনির্বাপক সতর্ক সংকেত বেজে ওঠে। সবাইকে দ্রত স্থান ত্যাগ করার পরামর্শ দেয় কর্তৃপক্ষ।
ওয়ার্নার সেন্টার ভবন ছাড়ার জন্য কর্তৃপক্ষের নির্দেশনার সময় চ্যানেলটিতে ‘সিএনএন টুনাইট’ নামের একটি পোগ্রামের বিরতি চলছিল। এরপরই সম্প্রচার বন্ধ করে বের হয়ে যান সবাই।
এর আগেও গত অক্টোবরে বিস্ফোরক থাকার সংবাদ পেয়ে ভবনটি ফাঁকা করা হয়েছিল।
নিউজওয়ান২৪/জেডএস