NewsOne24

ইসরায়েলের নয়া শয়তানি!

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ৯ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:২৭ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের পূর্ণ সদস্যপদ পেতে প্যালেস্টাইনের চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে মর্মে গর্ব প্রকাশ করেছে ইসরায়েল। এই অপচেষ্টাকে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের ক্রমবর্ধমান প্রভাবের নজির হিসেবে প্রশংসা করেছেন।

প্যালেস্টাইন ইন্টারপোলে পূর্ণ সদস্যপদের জন্য জোর চেষ্টা চালিয়ে আসছে। এরই সমান্তরালে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসরায়েলি পুলিশ তাদের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা চালায় ফিলিস্তিনি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে। এক বিবৃতিতে একথা স্বয়ং জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইন্টারপোলের সদস্য হতে হলে মোট সদস্য দেশের দুই তৃতীয়াংশের সমর্থন দরকার। ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা ১৯০।

ইন্দোনেশিয়ার বালিতে ইন্টারপোলের বার্ষিক সাধারণ সম্মেলনে রিপাবলিক অব কসোভো ও সলোমন আইল্যান্ডের সঙ্গে প্যালেস্টাইন রাষ্ট্রও সদস্যপদ লাভের আবেদন করে।

কিন্তু প্যালেস্টিনিয়ান ন্যাশনাল অথরিটির (পিএনএ) করা আবেদন প্রত্যাখ্যাত হয়। মূলত তাদের আবেদন অধিবেশনের আলোচ্য সূচিতে রাখার বিপক্ষে ভোট পড়ে ৬২টি আর পক্ষে ৫৬টি। ৩৭জন প্রতিনিধি ভোটদানে বিরত থাকে।

এই ‘সাফল্য’ অর্জনে ইহুদি রাষ্ট্রটি যে কৌশল নেয় তা হচ্ছে- সদস্য দেশগুলোর মাঝে তারা এই বলে ভীতি ছাড়ায় যে প্যালেস্টাইন ইন্টারপোলে সদস্যপদ পেলে গুরুত্বপূর্ণ আর স্পর্শকাতর তথ্য জঙ্গিদের কাছে পাচার হয়ে যেতে পারে।

বুধবার আফুলা শহরে এক অনুষ্ঠানে নেতানিয়াহু ইন্টারপোলের সদস্য রাষ্টগুলোকে ভড়কে দিতে পারায় তার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ন্যাশনাল সিকিউরিট কাউন্সিলের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন- এটা ছিল এক কষ্টকর চেষ্টা, তবে তা ফলদায়ক হয়েছে। এর অর্থ আমি আপনাদের যা বলেছি তা ঘটছে। এটা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান উন্নয়নের ইঙ্গিত বহন করে। এটা বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক বিস্তারের পরিচায়কও।

অপরদিকে, ফিলিস্তিনি পররাষ্ট্র উপদেষ্টা আম্মার হেজাজি দাবি করেছেন, ইসরায়েল অসত্য তথ্য উপস্থাপন করেছে।

সম্প্রতি বালিতে অনুষ্ঠিত ইন্টারপোলের অধিবেশনে ফিলিস্তিনি প্রতিনিধি দলের সদস্য হেজাজি আরও বলেন, যে কোনো আন্তর্জাতিক সংস্থায় প্যালেস্টাইনের সদস্যপদ ঠেকাবে এমন ক্ষমতা ইসরায়েলের নেই। তার মতে, ইসরায়েল অবাস্তব বিজয় উদযাপন করতে চাইছে।

তিনি আরও জানান, এই সেশনে ফিলিস্তিনিদের আবেদন আলোচিত হয়নি কারণ নির্বাহী কমিটি জানিয়েছে- নয়া সদস্য পদের আবেদন আগামি বছর আমলে নেওয়া হবে।

১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোলের প্রধান কার্যালয় ফ্রান্সের লিওন শহরে। সূত্র: আরটি, চায়না.অরগ, গ্লোবালটাইমস

নিউজওয়ান২৪.কম/একে