NewsOne24

ইসলাম গ্রহণ করে মালয়েশিয়ার রাজাকে বিয়ে করল রুশ সুন্দরী

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

 

ইসলাম ধর্ম গ্রহণ করে মালয়েশিয়ার রাজা সুলতান মোহাম্মদকে (৪৯) বিয়ে করলেন রুশ সুন্দরী ওকসানা ভোয়েভোদিনা(২৫)। তিনি  ২০১৫ সালের ‘মিস মস্কো’ খেতাব জয় করেন।

গত ২২ নভেম্বর মস্কোর বারভিখা কনসার্ট হলে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে তাদের মধ্যে এই বিয়ে অনুষ্ঠিত হয়। রাজার সরকারি বাসভবন ‘ইস্তানা নেগারা’ আনুষ্ঠানিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জমকালো অনুষ্ঠানে বিয়ের পোশাকে রাজা সুলতান মোহাম্মদের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। মোহাম্মদ সুলতান নীল রঙের ঐতিহ্যবাহী মালয়েশিয়ার বাজু ও ওকসানা পড়েছিলেন কারুকার্য খচিত সাদা গাউন। ওকসানার টুইট করা এক ছবিতে এভাবেই দেখা যায় বর ও কনেকে।  

বৃদ্ধ বয়সে রাজার এমন হঠাৎ বিয়েতে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। তবে রাজা ও নতুন রানিকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে।

উল্লেখ্য, ২০১৬ সালে দেশটির নয়টি রাজ্যের সুলতানরা পাঁচ বছরের জন্য মালয়েশিয়ার রাজা হিসেবে তাকে মনোনিত করেন। 

নিউজওয়ান২৪