NewsOne24

দুই বছরের অচলাবস্থার অবসান: লেবাননের প্রেসিডেন্ট হলেন আউন

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১১:৫৪ পিএম, ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:৩৩ পিএম, ৩ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার

টানা দুই বছরের বেশি সময় ধরে পদটি খালি ছিল। রাজনৈতিক টানাপড়েনে মধ্যপ্রচ্যের দেশ লেবাননে এমনি অচলাবস্থার শুরু হয় যে দীর্ঘ সময় তারা কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট করতে পারেনি।

তবে গত সোমবার এ অবস্থার অবসান হয়েছে। ৮১ বছর বয়সী সাবেক সেনাপ্রধান জেনারেল মাইকেল আউনকে নয়া প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে দেশটির সংসদ।

বিবিসি ও আল জাজিরা জানায়, ১২৮ ভোটের মধ্যে আউন পান ৮৩ ভোট। লেবানিজ সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে হলে কমপক্ষে দুই-তৃতীয়াংশ (৮৬টি) ভোট পেতে হয়। অবশ্য প্রথম দফায় কেউ এই পরিমাণ ভোট না পেলে দ্বিতীয় দফা ভোটে তাকে কমপক্ষে ৬৫ ভোট পেতে হবে।

নির্বাচিত হওয়ার পরপরই মাইকেল আউন রাষ্ট্রপতির শপথ নেন।

জাতিসংঘের বিদায়ী মহাসচিব মান কি মুন লেবাননের ১৩তম প্রেসিডেন্ট আউনকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজওয়ান২৪.কম/আরকে