ভারত ফরাসি রাফায়েল আনার আগেই চীন দেখাল জে-২০ এর ক্ষমতা
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:১৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৬ সোমবার | আপডেট: ১১:০৫ পিএম, ২ নভেম্বর ২০১৬ বুধবার

ফিফ্থ জেনারেশন পর্যায়ের প্রযুক্তিসম্পন্ন জে-২০ স্টিল্থ যুদ্ধবিমান -ফাইল ফটো
নিজের বিমান বাহিনীতে ফরাসি অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল যোগ করে চিরশত্রু পাকিস্তান ও তার ঘনিষ্ঠ মিত্র চীনকে ভড়কে দেওয়ার চেষ্টায় রত রয়েছে ভারত। একথা সবার জানা। তবে ভারতের এই তোড়জোড়কে খুব একটা পাত্তা দেয়নি চীন। কেন? তার উত্তর পাওয়া গেছে সোমবার চীনের `জুহই এয়ার শো`য়ে।
`জুহই এয়ার শো`য়ে চীন নিজের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান জে-২০ প্রদর্শন করে ভারতসহ সবাইকে চমকে দিয়েছে। পর্যবেক্ষকদের মতে এটা চীনের পালটা চাপ তৈরির কৌশল। স্টিল্থ শ্রেণির (শব্দহীনভাবে চলাচলে সক্ষম) এই আকাশ যুদ্ধযানকে যুক্তরাষ্ট্রের স্টিল্থ বিমানের চীনা বিকল্প বলে মনে করা হচ্ছে।
জুহই এয়ার শোয়েই প্রথম জনসমক্ষে এল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান জে-২০। শুধু চোখের দেখা নয়, রীতিমতো যুদ্ধ-মহড়ারও আয়োজন করা হয় জে-২০ যুদ্ধবিমানের শক্তি-সক্ষমতা জাহিরে।
এর ফলে প্রতিবেশীদের ওপর বেজিং-এর কৌশলগত সামরিক শক্তি প্রদর্শন নয়া মাত্রা পেল।
প্রতি দু-বছর অন্তর ৪ লাখ ৩০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে আন্তর্জাতিক এই এয়ারশো হয় দক্ষিণ চীনের শহর জুহইয়ে। এবার ৪২টি দেশের মোট ১৫১টি যুদ্ধবিমান সেখানে প্রদর্শিত হয়েছে।
সোমবার জে-২০র মহড়ার পর যুদ্ধবিমানটির নির্মাতা রাষ্ট্রীয় মহাকাশ কোম্পানি AVIC-র প্রেসিডেন্ট তান রুইসং দাবি করেন, এদিন জে-২০র ক্ষমতা দেখতে বিশ্বের তাবড় দেশগুলির কৌতূহলী নজর ছিল জুহই এয়ার শোয়ের দিকে।
ফিফ্থ জেনারেশন পর্যায়ের প্রযুক্তিসম্পন্ন জে-২০-র ক্ষমতার প্রথম জনসমক্ষে প্রদর্শন ছিল এটা।
ফ্রান্সের রাফায়েল জেটের মতো জে-২০-ও দূরপাল্লার মিসাইল বহনে সক্ষম। শুধু তাই নয়, দ্রুতগতিতে এবং চুপিসারে লক্ষ্যে আঘাত হানতে পারে এই যুদ্ধযান।
ভারতীয় মিডিয়ার মতে, এই যুদ্ধবিমানের মাধ্যমেই চীন বুঝিয়ে দিল, তারা শুধু এশিয়ার শক্তি নয়, প্রয়োজনে আমেরিকার সঙ্গেও পাঙ্গা নিতে পারে। তবে চীনের জে-২০র মহড়ার বিষয়ে দিল্লির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।
নিউজওয়ান২৪.কম/এমএস