পিটিভিতে হামলা: ইমরান খানকে গ্রেপ্তারের হুকুম তামিলের নির্দেশ
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:৪৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার

পুলিশেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেট কাপ্তান ইমরান খানের বিরুদ্ধে জারি করা অ্যারেস্ট ওয়ারেন্ট তামিলের নির্দেশ দিয়েছে ইসলামাবাদের এক সন্ত্রাস প্রতিরোধ আদালত (এটিসি)।
একই সঙ্গে পাকিস্তান আওয়ামী তেহরিক প্রধান তাহিরুল কাদরির বিরুদ্ধেও একই নির্দেশ জারি করা হয়। পাকিস্তান টেলিভিশন (পিটিভি)-তে হামলার দায়ে এই মামলা করা হয়েছিল।
আজ (শুক্রবার) পুলিশকে এই নির্দেশ দেওয়া হয় বলে ডন.কম জানায়। এদিন মামলাটির শুনানি ছিল। সন্ত্রাস দমন আদালতের বিচারক কায়সার আব্বাস জায়েদি আদালতের নির্দেশ পালন করে পুলিশ কেন ইমরানকে গ্রেপ্তার করেনি তার কারণ দর্শাতেও নিদের্শ দেন।
গত মে মাসে জামিন অযোগ্য এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
নিউজওয়ান২৪.কম/একে