আইএস জঙ্গিরা মসুল ছেড়ে পালাচ্ছে মেয়েদের পোশাকে!
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২১ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ১২:৪৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার

দ্য সান-এ ছাপা ছবি যাতে বলা হয়, মসুলের বাইরে কুর্দি পেশমার্গা বাহিনী মেয়েদের পোশাকে পালাতে থাকা এই দুই আইএস সন্ত্রাসীকে আটক করেছে
দুনিয়াকে আতঙ্কের চাদরে ঢেকে দেওয়ার লক্ষ্যে বেপরোয়া নৃশংস কর্মকাণ্ডে হাত পাকানো আইএস এখন নিজেরাই আতঙ্কে সময় পার করছে। অন্তত গৃহযুদ্ধে জর্জর দেশ ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলে তাদের অবস্থা ঠিক তাই।
মার্কিন-ব্রিটিশ-ইরাকি বাহিনীর যৌথ অভিযানে তাদের অবস্থা এখন এতটাই খারাপ যে নারীদের পোশাক পড়ে লেজ গুটিয়ে পালাতে শুরু করেছে সন্ত্রাসীদের অনেকেই।
মেয়েদের পোশাকে পলায়নপর তাদের অনেকে ধরাও পড়েছে।
ব্রিটিশ সংবাদপত্র দ্য সান বৃহস্পতিবার জানায়, মসুলের বাইরে কুর্দি পেশমার্গা বাহিনীর হাতে এ ধরনের কিছু নারীবেশি আইএস জঙ্গি ধরা পড়েছে।
গত সোমবার মার্কিন-ব্রিটিশ ও কুর্দি-ইরাকি সেনাদের জোট মসুলকে আইএসমুক্ত করতে শক্তিশালী অভিযান শুরু করে। এমতাবস্থায় কথিত ইসলামিক স্টেট (আইএস) চিফ আবু বকর আল বাগদাদির আদেশে জঙ্গিদের স্ত্রী এবং গার্লফ্রেন্ডদের নিরাপদে মসুলের বাইরে রেখে আসা শুরু হয়। কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে জঙ্গিরা নিজেরাই পালাতে শুরু করে।
আরও পড়ুন বিশ্বযুদ্ধে শ্মশানে পরিণত স্তালিনগ্রাদ হতে যাচ্ছে মসুলের ভাগ্য!
নিজেদের শক্ত ঘাঁটি মসুলে আইএস সন্ত্রাসীরা এখন অনেকটাই কোনঠাঁসা অবস্থায় আছে। ধারণা করা হচ্ছে, সবসেরা এবং অনুগত যোদ্ধা কমান্ডারদের নিয়ে বাগদাদি এখন মসুলেই আছে।
এদিকে, সেনা অভিযানে অংশ নেওয়া মার্কিন কমান্ডার মেজর জেনারেল গ্যারি বোলেস্কির দাবি, বৃহস্পতিবার শুরু হওয়া কয়েকটি বড় ধরনের হামলার আগেই আইএস কমান্ডাররা মসুল ছেড়ে পালাতে শুরু করে।
নিউজওয়ান২৪.কম/একে