NewsOne24

লন্ডনি কোম্পানির মতে

বাংলাদেশে ব্যবসা ভারতের চেয়ে নিরাপদ

অর্থ-কড়ি ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:০১ পিএম, ১৮ অক্টোবর ২০১৬ মঙ্গলবার

ভারতে ব্যবসা-বাণিজ্য চালানো বাংলাদেশের চেয়ে বিপজ্জনক অর্থাৎ বাংলাদেশে ব্যবসা করা ভারতের চেয়ে নিরাপদ- এমন ঘোষণাই দিয়েছে লন্ডনের রিস্ক অ্যানালিসিস কোম্পানি ভেরিস্ক মেপলক্রফট।

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে মোদি সরকার বিদেশিদের জন্য ব্যবসা-বাণিজ্যকে সহজতর করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ভারত গড়ার চেষ্টায় যত চেষ্টাই করুন না- এই রিপোর্ট তার সেই চেষ্টার গুড়ে বালি ঢেলে দিতে যাচ্ছে বলেই মনে করছে ভারতীয় মিডিয়া।

বুধবার এনবিটি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘নাগরিক অশান্তি’র কারণে ভারতে কাজ করা অনেক ঝুঁকিপূর্ণ বলে মনে করছে ভেরিস্ক মেপলক্রফট নামের ব্যবসায়িক ঝুঁকি বিশ্লেষণকারী অভিজাত প্রতিষ্ঠানটি।

ভেরিস্ক মেপলক্রফট এমন দশটি দেশের তালিকা প্রকাশ করেছে যেখানে ব্যবসা-বাণিজ্য চালানো বেশ ঝুঁকিপূর্ণ। এই তালিকায় দেখা যায় ভারত আছে চার নম্বরে আর বাংলাদেশের অবস্থান নবম। এক নম্বরে আছে সিরিয়া, দুইয়ে ইয়েমেন আর তিনে লিবিয়া। ভারতের ঠিক পরে ৫ নম্বরে আছে বুরুন্ডি।

তবে এই তালিকায় নেই উপমহাদদেশীয় অপর দেশ পাকিস্তান। এমনকি নেই শ্রীলংকার নামও।
নিউজওয়ান২৪.কম/একে