ভারতীয় সেনাদের সার্জিক্যাল স্ট্রাইকে নিহত ৯ পাকিস্তানি সেনা!
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:০০ পিএম, ১৭ অক্টোবর ২০১৬ সোমবার

ভারতীয় সেনা হেলিকপ্টার -ফাইল ফটো
ভারতীয় সৈন্যদের চালানো ‘সার্জিক্যাল স্ট্রাইকে’ পাকিস্তান সেনাবাহিনীর ৯ সৈন্য নিহত হযেছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
বৃহস্পতিবার দুপুরে নবভারত টাইমস এর অনলাইন সংস্করণ এ সংবাদ দেয়। নিউজ চ্যানেল টাইমস নাউয়ের সূত্র উল্লেখ করে পত্রিকাটি জানায়, গত বুধবার গভীর রাতে লাইন অব কন্ট্রোলের (এলওসি) ওপারে গিয়ে চালানো এ হামলায় ৪০ বিচ্ছিন্নতাবাদী জঙ্গিও নিহত হয়েছে।
তবে পাকিস্তানি সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির প্রভাবশালী মিডিয়া ডন জানায়, আজাদ জম্মু-কাশ্মিরের এলওসির ওপার থেকে চালানো ভারতীয় সৈন্যদের গুলিতে দুজন পাকিস্তানি সেনা নিহত ও একজন আহত হয়েছে।
অবশ্য ভারতীয় সেনা ও মিডিয়া সূত্রগুলো জানায়, বুধবার রাত আড়াইটায় ভারতীয় সেনারা এলওসির ওপারে থাকা জঙ্গিদের ঘাঁটিতে হানা দেয়।
এদিকে, ভারতের চালানো সার্জ্যিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করলেও নিজেদের দুই সেনা সদস্য নিহতের কথা স্বীকার করেছে পাকিস্তান।
গত ১৮ সেপ্টেম্বর কাশ্মিরের উরিতে ভারতীয় আর্মিবেসে হামলা চালিয়ে ১৮ সেনাকে হত্যা করে সন্দেহভাজন স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীরা। একই ঘটনায় সন্দেহভাজন ৪ বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছে। এ ঘটনায় ভারত পাকিস্তানকে ইন্ধনদাতা হিসেবে দায়ী করে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে ‘একঘরে’ করার ঘোষণা দেন।
এর সমান্তরালে ভারতীয় সেনাবাহিনীতে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার জোর দাবির কথা জানায় দেশেটির মিডিয়া। অপরদিকে, পাকিস্তান ওই ঘটনায় তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করে উল্টো বালুচ বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতার অভিযাগ আনে ভারতের বিরুদ্ধে। এমন অবস্থায় পরমাণু শক্তিধর চিরশত্রু দুই প্রতিবেশীর মাঝে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
নিউজওয়ান২৪.কম/একে