NewsOne24

ইসরায়েলের ২০০ পরমাণু বোমার নিশানা ইরান!

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৭:৪৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬ সোমবার

ইসরায়েল-ইরান পরমাণু সংকট বিষয়ে ব্যঙ্গ করে মধ্যপ্রাচ্যের পত্রিকায় প্রকাশিত কার্টুন

ইসরায়েল-ইরান পরমাণু সংকট বিষয়ে ব্যঙ্গ করে মধ্যপ্রাচ্যের পত্রিকায় প্রকাশিত কার্টুন

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের ফাঁস হওয়া ই-মেইল সূত্রে একের পর এক চমকানো তথ্য পাওয়া যাচ্ছে। এমনি একটি ই-মেইল সূত্রে জানা গেছে, চরম গোপনীয়তায় চলমান ইসরায়েলের পরমাণু কর্মসূচির কিছু তথ্য। এতে বলা হয়, ইহুদিবাদী দেশটির হাতে ২০০ পরমাণু বোমা আছে। আর এর সবগুলোর নিশানাই হচ্ছে ইরান।

প্রকাশিত প্রতিবেদনসূত্রে জানা গেছে, পাওয়েল গতবছর তার একজন সহযোগীর কাছে পাঠানো ওই ই-মেইলে ইসলায়েলি পরমাণু কর্মসূচির বিষয়ে কিছু তথ্য উল্লেখ করেন। ওই ই-মেইলটি হ্যাকার গ্রুপ ডিসিলিক্স-এর হাতে পড়ে যায়। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইসরায়েল তার পরমাণু কর্মসূচির কোনো তথ্য প্রকাশে একেবারেই অনিচ্ছুক। এমনকি পরমমিত্র যুক্তরাষ্ট্রকেও এসব তথ্য সম্পর্কে সম্ভব পর্যায়ে অজ্ঞ রাখতে বদ্ধপরিকর তারা। তবে পরমাণু বিষয় নিয়ে তেল আবিবের অতটা রাখঢাকের বিষয়টি সন্দেহজনক বলে মনে করে বাদবাকি দুনিয়া।

তাদের পরমাণু বোমার সংখ্যা, দূরত্ব অতিক্রম ক্ষমতা, মারণাস্ত্র হিসেবে ধংসক্ষমতা বা সংশ্লিষ্ট অন্য কোনো তথ্য সম্পর্কে মুখে কুলুপ এঁটে রেখেছে।

প্রসঙ্গত, ইসরায়েলি কিছু পর্যবেক্ষকের মতে দেশটির হাতে প্রায় ৪০০ পরমাণু বোমা আছে। তবে অনেকেই মনে করছেন এ বিষয়ে কলিন পাওয়েলের ফাঁস হওয়া ই-মেইলের তথ্যই অধিক নির্ভরযোগ্য।

পাওয়েল তার ব্যবসায়ীক অংশীদার ও ডেমোক্রেটিক পার্টির একজন তহবিলদাতা জেফ্রি লিডসকে ওই মেইল পাঠিয়েছিলেন। চিঠিতে পাওয়েল লিখেছিলেন, ...কোনোভাবে ইরান যদি পরমাণু বোমা বানিয়েও ফেলে তবে তারা তার থেকে একটি বোমাও ব্যবহার করতে পারবে না। ইরানের শাসকদের এটা জানা আছে যে ইসরায়েলের কাছে ২০০ পরমাণু বোমা আছে যার সবগুলোর টার্গেট ইরান, আর আমাদের কাছে তো আছে হাজারে হাজার। যেমন আহমেদিনেজাদ (ইরানের সাবেক রাষ্ট্রপতি) বলেছিলেন, যদি আমাদের একটিও পরমাণু বোমা থাকতো- তবে আমরা তা দিয়ে কী করবো- তাকে ঘসে ঘসে চকচকে করে তুলবো? কলিন আরও বলেন, আমি সাম্রগ্রিকভাবে পরমাণু বোমা ও ইরান বিষয়ে বলেছি। তারা যে বিষয়ে সবচেয়ে বেশি চিন্তা করে আমরা তাকে উপড়ে ফেলবো- আর সেটা হচ্ছে রাষ্ট্রক্ষমতা (সরকার)। এরপর তারা কোথায় কীভাবে পরীক্ষা (পরমাণু বোমা) করবে? এনবিটি
নিউজওয়াস২৪.কম/এসএল