কাভেরির পানি নিয়ে তামিলনাড়ু-কর্ণাটক বিরোধ চরমে, ভাংচুর অগ্নিসংযোগ
সার্ক অঞ্চল ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৬:১১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ১১:৪০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬ সোমবার

কর্ণাটকের বিক্ষোভকারীরা তামিল মালিকানাধীন যানবাহনে অগ্নিসংযোগ করে
ভারতে কাভেরি নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে প্রতিবেশী দুই রাজ্য তামিলনাড়ু ও কর্ণাটকের বিরোধ চরম আকার ধারণ করেছে। কাভেরির পানি নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ নিষ্পত্তিতে সম্প্রতি সুপ্রিম কোর্ট আদেশ দেয়।
উচ্চ আদালতের আদেশ কর্ণাটকের বিরুদ্ধে যায়। কিন্তু সে মোতাবেক তামিলনাড়ুকে পানি দেওয়ার প্রতিবাদে কর্ণাটকে সোমবার উগ্র প্রতিবাদ বিক্ষোভ দেখা দিয়েছে। ভাংচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে যানবাহনে।
এ ঘটনায় ৮ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বেঙ্গলুরু শহরে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। মেট্রো সার্ভিস বন্ধ রাখা হয় কিছু সময়ের জন্য।
অপরদিকে, তামিলনাড়ুর বিক্ষুব্ধ লোকজনও ফুঁসে ওঠে। হিন্দি নবভারতটাইমস.কম জানায়, ওই রাজ্যে থাকা কর্নাটকের লোকজনের সহায় সম্পত্তিতে হামলার খবর পাওয়া গেছে। রাজ্যের রাজধানী চেন্নাইয়ে কর্নাটকবাসী এক ব্যক্তির মালিকানাধীন হোটেলে হামলা করে তা ভাংচুর করেছে সন্দেহভাজন তামিল বিক্ষোভকারীরা। ঘটনাস্থল থেকে পুলিশ ৪ জনকে আটক করে।
পরিস্থিতি ক্রমশ গুরুতর হতে থাকলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা সিনিয়র নেতা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে চেন্নাইতে অবস্থিত কানাড়া স্কুলগুলোয় আধা বেলা পর ছুটি ঘোষণা করা হয়।
অপরদিকে, এমন পরিস্থিতিতে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি, পরমেশ্বর কর্নাটকে বসবাসরত তামিলদের পূর্ণ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রসঙ্গত, গঙ্গ-তিস্তাসহ অভিন্ন নদীসমূহের পানির হিস্যা নিয়ে প্রতিবেশী দুই রাষ্ট্র বাংলাদেশ-ভারত টানাপড়েন দীর্ঘ চর্চিত ইস্যু। ফারাক্কায় বাঁধ দিয়ে ভারত শুষ্ক মৌসুমে গঙ্গার পানি প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলের ফসল উৎপাদন ও জীববৈচিত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। অভিন্ন নদী তিস্তার পানির হিস্যা নিয়েও দুইদেশে বিরোধ রয়েছে যা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলমান রয়েছে।
নিউজওয়ান২৪.কম/এইচপি