NewsOne24

শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ২৯ জুন ২০১৫ সোমবার | আপডেট: ১১:৩০ এএম, ২৯ জুন ২০১৫ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিদেশ ডেস্ক: আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য ভারতীয় সেনারা অভিযানে গিয়ে যৌন হয়রানি ও খারাপ আচরণের অভিযোগ উঠেছে। এমন অভিযোগের সূত্রে এরই মধ্যে ভারতীয় সেনা কর্তৃপক্ষ নিজ বাহিনীর দুজন সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছে।

অপর একজন সেনা সদস্যের বিরুদ্ধেও একই ধরনের অপরাধের অভিযোগে তদন্ত চলছে বলে জানা গেছে।   

জাতিসংঘের প্রতিবেদনে জানা যায়, ২০১০ ও ২০১৩ সালে দক্ষিণ সুদান ও ডেমোক্রটিক রিপাবলিক অব কঙ্গোতে যৌন নিষ্পষণের ওই দুটি ঘটনা ঘটে। বিদেশের মাটিতে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়াদের মধ্যে ওই অঞ্চলে ভারতীয় সেনা সদস্যরাই সংখ্যায় অধিক বলে জানা গেছে।

সোমবার হিন্দি পত্রিকা নবভারত টাইমস জানায়, ২০০৮ সালেও অর্থের বিনিময়ে যৌনসেবা নেওয়ার অভিযোগ উঠেছিল ভারতীয় সেনাদের বিরুদ্ধে। তখন এমন ঘটনায় কমপক্ষে ১০ জন ভারতীয় সৈনিকের জড়িত থাকার কথা প্রকাশ পায়।

তবে ভারতীয় পত্রিকাটির প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে যৌন-দুর্ব্যবহার বা শোষনকারী হিসেবে ভারতীয়রা সংখ্যায় সবচেয়ে কম।

জাতিসংঘের আইন অনুযায়ী, শান্তিরক্ষীরা অর্থের বিনিময়ে যৌনসেবা কিনতে পারেন না।

প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের বিরুদ্ধে আফ্রকার সংঘাত কবলিত দেশগুলোতে দায়িত্বপালনকালে অর্থের বিনিময়ে যৌনসেবা কেনার অভিযোগ উঠে। খোদ জাতিসংঘের বিভিন্ন সূত্রের বরাতে বিষয়টি নিয়ে বিশ্বর শীর্ষ সংবাদমাধ্যমগুলো একাধিক প্রতিবেদন প্রকাশ করে। এরমধ্যে জাতিসংঘের ইন্টার্নাল ওভারসাইট সার্ভিসের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত এধরনের ৪৮০টি ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, হাইতি ও লাইবেরিয়ায় দরিদ্র নারীদের টাকা, গহনা, মোবাইল ফোনসহ নানা ধরনের ভোগ্যপণ্যের বিনিময়ে যৌনসেবা নিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষীরা।

নিউজওয়ান২৪.কম/আরকে