NewsOne24

সমুদ্র জালে মাছ নয়, উঠে এল জীবন্ত শিশু!

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

নিউজিল্যান্ডের এক মৎস্যজীবী গুস হাট প্রতিদিনকার মতো গত ২৬ অক্টোবর সকালে সৈকতে দাঁড়িয়ে সমুদ্রে পাতা জাল পরীক্ষা করছিলেন। সেদিন জালে মাছ না উঠে, উঠলো দেড় বছরের জীবন্ত শিশু!

ওয়েলিংটনের মাতাতা সৈকতের উত্তর অংশের দ্বীপে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।

গাস হুট জাল পরীক্ষা করতে গিয়ে দেখেন পানিতে একটা পুতুল ভাসছে। কিন্তু সেখান থেকে কান্নার আওয়াজ আসতেই পলকের জন্য স্তম্ভিত হয়ে যান তিনি। আর বিলম্ব না করে হাট পানিতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন দেড় বছরের শিশুটিকে।

এরপর দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়। সুচিকিৎসার পর স্বাভাবিক হয়ে ওঠে শিশুটি।

কিন্তু প্রশ্ন থেকে যায়, জীবন্ত শিশু সাগরে কীভাবে এলো? জানা গেছে, মা–বাবার সঙ্গে সৈকতে এসেছিল মালাচি রিভ নামের এই শিশুটি। সৈকতের পাশেই তাঁবুর ভেতরে ঘুমিয়েছিল তার মা–বাবা। এই ফাঁকে বাইরে চলে আসে মালাচি। খেলতে খেলতে সমু্দ্রের পাড়ে চলে যায়।

আচমকাই একটি ঢেউ ভাসিয়ে নিয়ে যায় শিশুটিকে। এদিকে ঘুম থেকে উঠে সন্তানকে না দেখতে পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন দম্পতি। চারিদিকে খুঁজতে শুরু করেন তারা।

আর তখনই ঘোষণা শুনতে পান, পাশের সৈকতে একটি বাচ্চাকে পাওয়া গেছে। তৎক্ষণাৎ সেই সৈকতে গিয়ে নিজেদের সন্তানকে শনাক্ত করেন ওই দম্পতি।

নিউজওয়ান২৪/জেডএস