NewsOne24

ইসির সঙ্গে বৈঠকে জাপার নেতারা

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে (ইসি) গেছে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট।

বুধবার সকাল সোয়া ১১টায় জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জোটের নেতারা আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে যান। জাতীর জোটের প্রতিনিধিদলে রয়েছেন, জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রফেসর দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, মুজিবুল হক চুন্নু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, আব্দুস সবুর আসুদ, মশিউর রহমান রাঙ্গা, শফিকুল ইসলাম সেন্টু, ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যাপক এমএ মোমেন, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জাতয়ী ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, বিএনএ চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত নিওজওয়ান২৪কে জানান, সম্মিলিত জাতীয় জোট নেতারা সকাল ১১টায় জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেক কমিশন সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

নিউজওয়ান২৪/জেডএস