NewsOne24

তিন মন্ত্রীর পর পদত্যাগপত্র দিলেন মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:৪৩ এএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনোক্র্যাট তিন মন্ত্রীর পর এবার পদত্যাগপত্র জমা দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

মঙ্গলবার সন্ধায় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী বরাবর এ পদত্যাগপত্র জমা দেয়া হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে পদত্যাগপত্র জমা দেন তিন মন্ত্রী। তারা হলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, মন্ত্রিপরিষদ বিভাগ হয়েই প্রধানমন্ত্রীর কাছে যাবে এ পদত্যাগপত্র।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে গণভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, মন্ত্রিসভার টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় তিনি এই নির্দেশ দেন।

নিউজওয়ান২৪/জেডএস